Breaking News

ঝিকরগাছায় জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদকের জন্মদিন পালন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এটিএম রাকিবুল বাসারের জন্মদিন উপলক্ষে পাঠক ফোরামের পক্ষ থেকে যশোরের ঝিকরগাছায় জাঁকজ মকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনু ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় উপ জেলার বাঁকড়া বাজারে দৈনিক মতপ্রকাশ পত্রিকার আঞ্চলিক অফিসের স্টাফ রিপোর্টার এম.আমিরুল ইসলাম জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।

এসময় তিনি তার বক্তব্যে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার চলার পথ আরও সুন্দর হোক ও পত্রিকার পরি বারের সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রত্রিকার জগতে সম্পাদক ও প্রকা শক এটিএম রাকিবুল বাসারের অবদানের কথা স্বীকার করে বলেন, আমিও একসময় এই পত্রিকায় কাজ করে ছি।

আর এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক এটিএম রাকি বুল বাসার ভাই খুবই সুন্দর মনের অধিকারী।

তার এই জন্মদিনে তাকে হৃদয়ের মধ্যক্ষণ থেকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মিঠুন সরকার, সাংবা দিক হুমায়ুন কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন, জুবায়ের হোসেন অপু, ইমন হোসেন, আব্দুল্লাহ, মাহিমইসলাম, মুন্না হোসেন, সজল, বিশ্ব দাশ, লিওন হোসেন, সাগর হোসেন, রিয়াদ হোসেন, সঞ্জীত, মুন্না খাঁন, আলামিন, শাওন, মুন, ইমন সরকার, শিহাব, সৌরভ, ইসমাইল হোসেন, কামরুল ইস লাম, কাকন হোসন প্রমুখ।

উল্লেখ্য অনুষ্ঠান পরিশেষে আগত সকলের মুখে জন্মদি নের কেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …