Related Articles
ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসন ও নারিক ফোরামের নেতাদের সাথে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে “সামাজিক নিরাপত্তা কর্মসূ চিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও আমাদের করণীয়” শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।
নাগরিক ফোরামের সভাপতি এম সবুর রানার সভাপতি ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহিনুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নের জনপ্রতিনিধি, ইউ পি সচিব, সাংবাদিক, নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তৃতা করেন ইউপি সদস্য মো: আবু মুছা আকুজ্ঞি, মো: মোফাজ্জ্বেল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, নাগরিক নেতা এঞ্জেল মৃধা, মোতাহার হোসেন মল্লিক, ছবি রানী মন্ডল, মো: মোহতাদির, তাসলি মা আক্তার বৃস্টি, শেখ মোজাপ্ফর হোসেন, মারুদা খাতু ন, লায়লা সুলতানা, কাজী ফারজানা মুন্নি, মো: শওকত আলী, মো:লিয়াকত হাওলাদার, মো:মেহেদী হাসান প্রমূখ।
সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক মানুষে রা অনগ্রসর। অতি দরিদ্র, দুর্যোগ কবলিত ও দুর্গম জন পদের মানুষ, প্রতিবন্ধী, সহিংসতার শিকার নারী, লি ঙ্গীয় বৈচিত্রের মানুষদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি তে বেশী করে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
কিন্তু দারিদ্র, যোগাযোগের অভাব, তথ্যের অভাব, পক্ষপা তিত্বমূ লক আচরণ বা রাজনৈতিক বিরোধের মতো বিভি ন্ন কারণে অনেক সময় তাঁরা তাদের অধিকার থেকে বাঞ্ছি ত হন।
তাই এর প্রতিকারে প্রশাসনের সংশ্লিষ্ট দায়ি ত্বশীলদের জোরালো ভূমিকা রাখা প্রয়োজন।
নাগরিক সমাজ তথা স্থানীয় অগ্রসর মানুষেরা প্রশাসনের সাথে সমন্বয় করে অনগ্রসরদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করতে পারেন। তাই প্রশাসনের সাথে নাগরিকদের এ ধরণের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় “নাগরিক” প্রকল্পের আওতায় রামপাল উপজেলার রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নে তিনটি নাগরিক ফোরাম কাজ করছে।
জিএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি জোট এর সহযোগিতায় রামপালে “নাগরিক” প্রকল্পটি বাস্তবায়ন করছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।
Bartabd24.com সব খবর সবার আগে