মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কান্দাবাশকোটা গ্রামে ৫ শতক জমির উপর ইটের পাচিল দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ জমির মালি করা প্রকাশ্য দিবালোকে শুক্রবার ২৮ নভেম্বর দুপুর ১২.১৫ টার সময় অপর পক্ষের ৪ জন গুরুতর শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার অভিযোগ উঠেছে।
আহত ব্যবসায়ী হাশেম আলী মোল্লা (৪৮) জানান, প্রায় ২৫ বছর পূর্বে মৃত চাঁদ আলী মোল্লা সাড়ে ১৪ শতক জ মির দাগ থেকে ৫ শতক জমি আমানত মোল্লার স্ত্রী খাতে মুন মনোয়ারা মুক্তার কাছে পূর্ব-পশ্চিম লম্বালম্বি ভাবে জমি নিয়েছে। আর সাম্প্রতিক সময়ে আসাদ, আমীর মোল্লা, মাসুদ মোল্লা সহ ১০-১৫ জন লোকজন একত্রে জোরপূর্বক আমাদের জমির উপর ইটের পাচিল দিয়ে ঘিরে দিচ্ছে। আমি জমিতে ইটের পাচিল দেওয়া নিষেধ করলে মৃত ইমারত মোল্লার পুত্র আমীর মোল্লা ও মাসুদ মোল্লা আমাকে লাঠি ও ইট দিয়ে বাম চোখে আঘাত করেছে।
এছাড়াও মৃত হাতেম মোল্লার পুত্র ওয়ালিদ মোল্লা কে মাসু দ লাঠি ও ইট দিয়ে চোখে, হাতে ও শরীরে আঘাত করে ছে, ওয়াজেদ মোল্লাকে নাকে, মুখে ও পেটে ইট দিয়ে মিরাজ মোল্লা আঘাত করেছে।
মাজেদ মোল্লাকে হাতে আঘাত করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা দলিল ও মাপ অনুযায়ী পূর্ব ও পশ্চিম লম্বা লম্বি জমি পাবো এটা মাগুরা জেলা প্রশাসন ও মহামান্য আদালত জমির দলিল অনুযায়ী সমাধান করে দিক এবং আমাদের ৪-৫ জনের উপর অর্তকিত জীবননাশের হাম লার জন্য আইনের আওতায় সুষ্ঠু তদন্ত করে অপরাধী দের বিচার চাই এবং মাগুরা জেলা ও উপজেলা প্রশাসন কাজটা বন্ধ করে দিক।
প্রতিপক্ষ ৫ শতক জমির পক্ষে আসাদ মোল্লা জানান, দলিল অনুযায়ী উত্তর-পশ্চিম পাশের দাগের জমি পাবো আমরা আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে তাই আম রা ইট দিয়ে প্রাচীর তৈরি করছি। আর পুলিশ এখানে এসেছে।
মারামারির খবর পেয়প মাগুরা সদর থানার ওসি তদন্ত ও অপারেশন তাদের সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে এসে ঘটনা স্থল নিয়ন্ত্রণ নিয়ে আসে।
এসময় পুলিশের সদস্যরা জানায় ৫ শতক জমির মালি কের লোকজন পুলিশের উপর উত্তেজিত হয়ে কথা কাটা কাটি করছে।
Bartabd24.com সব খবর সবার আগে