হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমা বেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা কালীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।
ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভা পতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু তালিব, মাওলানা রুহুল আমিন, হাফেজ হেদায়েত উল্লাহ, মাওলানা মাহফুজ রহমান, মাওলানা শাহীনুর রহমান ও হাফেজ শাহজালালসহ আরও অনেকে। বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেইন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
Bartabd24.com সব খবর সবার আগে