ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য গণ দোয়া অনুষ্ঠিত
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে আজ শনিবার বিকেলে ভেড়ামারা দক্ষিণ রেলগেটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুবরোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ বায়ক ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বক্তব্য রাখেন, তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দেশ এবং রাজনীতির জন্য অনেক ত্যাগ শিকার করেছেন।
আল্লাহর রহমতে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আনীত মামলায় তিনি বর্তমানে নির্দোষ প্রমাণিত আছেন। রাজ নৈতিক কর্মসূচিতে রাজপথের আন্দোলনে তিনি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা রাখার জন্য পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন।।
পতিত ফ্যাসিবাদী সরকার তার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে বিনা দোষে দীর্ঘদিন কারাগারে বন্দি রেখেছেন। আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি আজ কারাবন্দি আছেন।
আমরা এখানে সমবেত লোকজন আল্লাহ পাকের দর বারে এই ফরিয়াদ করছি যে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে রহমতে কারা মুক্তি লাভ করেছেম এভাবে যেন আল্লাহ পাক তাকে সেই রহমতে রোগ মুক্তি দান করেন। আমরা আশা করছি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, দেশের শান্তি ও স্থি তিশীলতা এবং উন্নয়ন ও সুরাজনীতির জন্য বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্বের বড়ই প্রয়োজন।
হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন উক্ত কর্মসূচিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ভেড়ামারা পৌর বিএনপি’র সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, যুগ্ম আহ্বায়ক, আস লামা উদ্দিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি , আবুল হোসেন, বাহিরচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল ইসলাম লাবলু, সাধারণ সম্পাদক আব্দুর রা জ্জাক, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ অন্যান্য ইউনিটগুলোর সভাপতি সাধারণ সম্পাদক এবং যুবদল ছাত্রদল কৃষক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন প্রদানের দাবিতে আজ বিকেলে একই স্থানে লাগাতার কর্মসূচির অংশ হি সেবে গণ মিছিল অনুষ্ঠিত হবার কথা ছিল।
কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রার্থী অধ্যাপক শহিদুল ইসলামের দিকনির্দেশনায় উক্ত কর্মসূচি স্থগিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া ও এই কর্মসূচি টি সফল করার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়।
Bartabd24.com সব খবর সবার আগে