Breaking News

চৌগাছায় জামায়াতের জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় আগামী ৩০ নভেম্বর ২০২৫ (রোববার) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। সংগঠনটি ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।  দুপুর ২টায় চৌগাছা পাইলট হাইস্কুল মাঠে এই সমাবেশ বসবে।

কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে সমা বেশটিকে ঘিরে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উৎ সাহ–উদ্দীপনা তৈরি হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বাংলা দেশ জামায়াতে ইসলামী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চল পরিচা লক মোঃ মোবারক হোসাইন ,ইসলামী ছাত্র শিবি রের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও  ঢাকা মহান গরী দক্ষিণ জামায়াত ইসলামীর সেক্রেটারি ড. শফি কুল ইসলাম মাসুদ , কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও যশোর  জেলা আমীর, অধ্যাপক গোলাম রসুল ,আন্তর্জাতিক শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও যশোর-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ এর সভাপতিত্বে পরিচালনা করবেন চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন।
আয়োজক সূত্রে জানা যায়, সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনজীবনের সার্বিক সংকট নিয়ে দিকনি র্দেশনামূলক বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানটি সফল করতে ইতোমধ্যে  স্থানীয় নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখা সকল নেতা–কর্মী ও এলাকাবাসীকে দাঁড়িপাল্লার সমা বেশে দলে দলে যোগদানের আহ্বান জানিয়েছে।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …