Breaking News

শার্শায় বাসের চাপায় নারী নিহত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শার বাগআঁচড়া বাবার বাড়িতে বেড়াতে এসে লিটন পরিবহন বাসের চাপায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৬ ২) নামের এক নারী নিহত হয়েছে।
রোববার(৩০ নভেম্বর) সন্ধা ৭ টার দিকে নাভারন-সাত ক্ষীরা সড়কের বাগআঁচড়া সাতমাইল আমতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত হালিমা খাতুন ঝিকরগাছা উপজেলার বড় পোদাউ লীয়া গ্রামের মতিয়ার দফাদারের স্ত্রী ও বাগআঁচড়া আম তলা এলাকার মৃত বেলায়েত গাজীর মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধা য় তিনি রাস্তা পার হয়ে তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। হঠ্যৎ ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী লিটন ট্রা ভেল এর একটি বাস তাকে পিছন দিক থেকে চাপা দেয়। এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে গিয়ে মাথা ফেটে তার মৃত্যু হয়।
নিহত বোনের ছেলে জসিম জানান, দু’দিন আগে খালা হালিমা বাবার বাড়ী সাতমাইল আমতলায় বেড়াতে এসে ছিলো।ঘটনার সময় হালিমা রাস্তা পার হয়ে তার ছোট ভাই রশিদের দোকানে যাচ্ছিলো।এ সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী লিটন ট্রাভেলস পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার ওসি মহাসীন আলী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পালিয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …