Related Articles
শার্শা উপজেলা প্রতিনিধি : ”এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন, বন্দর পরিচালক মোঃ শামীম হোসেন।
রবিবার (৩০ শে নভেম্বর ২০২৫) সকাল ১১ টার সময় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষো বেনাপোল স্থলবন্দরের আয়ো জনে এবং ডা. ফাহমিদা এশা’র পরিচালনায় শ্রমিকদের এ স্বাস্থ্য ক্যাম্পেইন শুরু হয়।
এবং এ স্বাস্থ্য ক্যাম্পেইন বিকাল সাড়ে তিন টা পর্যন্ত চল বে বলে জানান।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক),মোঃ শামীম হোসেন।
আরও উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দর।এর মেডিকে ল অফিসার ডা. ফাহমিদা এশা,।বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ স্থলবন্দরের বিভিন্ন কর্মকর্তা কর্মচা রী ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃ ন্দ এবং সাধারণ শ্রমিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলে ন।
বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, । বেনাপোল স্থল বন্দরের কর্মরত সাধারণ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের কাজে নিয়োজিত তাদের স্বাস্থ্য সেবা প্রাথমিক স্বাস্থ্য তথ্য সংগ্র হের জন্য আমার আজ স্বাস্থ্য ক্যাম্পেইন করেছি আপ নারা জানেন তারুণ্যের উৎসব-২০২৫ চলছে তারি ধারা বাহিকতায় আজ বেনাপোল স্থলবন্দরে স্বাস্থ্য ক্যাম্পে ইন,আমরা সবার ব্লাড প্রেসার ও ব্লাড সুগার নির্ণয় কর।ছি,প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য কিছু ঔষধ দিচ্ছি, এবং স্বাস্থ্য সচেতনা মূলক লিফলেট বিতরণ করছি,একই সাথে আমাদের বন্দরের যে মেডিকেল অফিসার রয়েছে তাদের কে পরীক্ষা-নিরীক্ষা করে প্রেসক্রিশন দিচ্ছেন, যাতে করে এই প্রেসক্রিশন দেখে ঔষধ সংগ্রহ করতে পারেন, ও বিভিন্ন ভাবে যারা এখানে কর্মরত আছেন, তাদের সচেতন করছি কিভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা যায়,ও স্বাস্থ্য বিধিমে নে চলার ভালো দিক, খারাপ দিক,ও খারাপ যেগুলো রয়েছে সেগুলো আমরা তলে ধরছি।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,তারুণ্যের উৎসব-২০২৫ চলছে, আমাদের বন্দর পরিচালক শামীম হোসেন স্যার যে উদ্যোক্তা নিয়েছেন,আমাদের শ্রমিকরা কাজের উৎসাহ পাবে, শ্রমিকদের স্বাস্থ্য সেবা যদি ভালো থাকে,বন্দরে কাজের গতি অনেক বাড়বে,শ্রমিকরা কাজ করতেও আশ্বাস পাবে। শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন ঔষধ দিচ্ছেন, এতে আমাদের শ্রমিকরা অনেক খুশি ।
Bartabd24.com সব খবর সবার আগে