Breaking News

বাগেরহাটে ‘আমরাই পারি’  জোটের সংলাপ অনুষ্ঠিত

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট  প্রতিনিধি:
বাগেরহাটে জেণ্ডার সমতা বিষয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে শহরের ধানসিড়ি হোটেলে র সম্মেলন পক্ষে “নাগরিক” প্রকল্পের আওতায়  আমরাই পারি জোট, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ও উদয়ন বাংলা দেশ যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠিত সংলাপে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বা‌গেরহাট শহর সমাজ‌সেবা কর্মকর্তা নাজমুস সা‌কিব। নাগরিক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়া পাড়া ইউনিয়ন এবং রামপাল  উপজেলার সদর ও গৌর ম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের প্রতিনিধি, বাগেরহাটের বিভিন্ন এনজিও, সিভিল সোসাইটি গ্রুপ ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করে।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) সকালে “নাগরিক” প্রক ল্পের আওতায় “শান্তি প্রতিষ্ঠায় আন্তঃপ্রজন্ম।
কথোপকথন” শীর্ষক আরেকটি সংলাপ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে পরিবার ও সমাজে প্রজন্মগুলোর মধ্যে দূরত্ব, মনস্তাত্ত্বিক সংঘাত, চিন্তা ও মতের বৈপরিত্য, পরিবার ও সমাজের প্রচলিত রিতি, প্রথা, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতিতে নবীণ ও প্রবীণ প্রজন্মের দ্বন্দ্বের কারণ অনুসন্ধান করা হয় এবং এই দূরত্ব কমিয়ে প্রজন্মগুলোর মধ্যে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠায় করণীয় চিহ্নিত করা হয়। নবীণ ও প্রবীণ প্রজন্মের প্রতিনিধি, নাগরিক ফোরাম, সিএসও এবং যুব সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
অনুষ্ঠান দু’টিতে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উই ক্যান) প্রধান নির্বাহী জিনাত আরা হক।
সহ-সহায়ক ছিলেন সমন্বয়কারী মারুফিয়া নূর শিফা ও কর্মসূচি কর্মকর্তা নাজমুস সাকিব।
সংলাপ দুটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পার ভীন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহান, ডিসট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) সভাপতি বাবুল সরদার, ‌বিশিষ্ট আইনজীবী মে‌হেরু‌ন্নেছা, মহিলা পরিষদ জেলা কমিটির কোষাধ্যক্ষ নাদিরা আকরাম, শাপলা ফুল এর নির্বাহী পরিচালক রেহানা পারভীন লাকি, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক আম্বিয়া খাতুন, তরুন নেত্রী আজ‌রিন আরবী নও‌রিন, রামপাল এর নারী নেত্রী ছ‌বি রানী মন্ডল, মারুদা বেগম, সা‌বেরা তু‌লি, লিয়া কত হো‌সেন এবং রামপাল  সদর ইউ‌নিয়ন স‌চিব শু‌শিল চন্দ্র দাস প্রমূখ।
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এবং রাষ্ট্রীয় সেবা সুবিধায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে  “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর ও রামপাল উপ।
জেলার চারটি ইউনিয়নে নাগরিক ফোরাম কাজ করছে। জিএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি জোট এর সহযোগিতায় এই “নাগরিক” প্রকল্পটি বাস্তবায়ন করছে উদয়ন বাংলাদেশ ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …