Breaking News

ডুমুরিয়ার এক ভূয়া পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়দানকারী দারোগা আটক

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
শনিবার সকাল থেকে রবিবার দুপুর র্পযন্ত পরিচালিত অভিযানে তাকে আটক করা।হয়।

পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আলামিন সরদার খুলনার ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়নের।কোমরাইল গ্রামের মোঃ ইজাহার সরদার’র পুত্র।

পুলিশ জানায়, শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটর্ফমের ওভার ব্রিজের নিচে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মোঃ আলামিন সরদার (২৬) নামের এক যুবককে
জিজ্ঞাসাবাদ করেন থানার এএসআই মোঃ আতিকুর রহমান চৌধুরী।

জিজ্ঞাসাবাদে আলামিন নিজেকে যশোর জেলার ঝিকরগাছা থানায় র্কমরত পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন।অ।তার কথার্বাতা সন্দেহজনক মনে হলে বিপি নম্বর ও অফিসিয়াল পরিচয় পত্র চাইলে সে সঠিক তথ্য দিতে র্ব্যথ হয়। এক র্পযায়ে মোবাইলে ধারণ করা তার ছবি ঝিকরগাছা থানা পুলিশকে পাঠিয়ে যাচাই করলে জানা যায়, সে কখনোই।বাংলাদেশ পুলিশ বাহি নীতে চাকরিরত ছিলেন না।

পরে আসামীর কাছ থেকে সাদা কাগজে তৈরি পুলিশের জাল পরিচয়পত্র, পুলিশ ইউনির্ফম, পুলিশের বেল্ট, এক টি মোবাইল ফোন ও একটি কালো ব্যাগসহ মোট ছয়টি আলামত জব্দ করা হয়।

ঘটনার পর তাকে আটক করে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে থানায় আনা হয়। এ।ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয় যার নং-০২।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান,ভুয়া পরিচয়ে পুলিশ সদস্য সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণার উদ্দেশ্যে আসামী অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …