পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নের ছাপ রেখে মানুষের ভালোবাসায় সিক্তহয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছেন দৃষ্টি নন্দন আমাদের পাইকগাছা এর।রুপকার উপ জেলা নির্বাহী অফিসার মাহেরা নাজ নীন।
তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০২৪ সালের ২১ মার্চ উপজেলায় যোগদান করেন। ১ বছর ৮ মাস তিনি উপকূলীয় প্রত্যন্ত এ উপজেলায় কর্মরত ছিলেন।
নানা পরিস্থিতির মধ্য দিয়ে।তিনি সরকারি কর্মকর্তা, বি ভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও তরুণদের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্র গতিকে এগিয়ে নিয়েছেন এবং মানুষের কল্যাণ ও দৃষ্টি নন্দন এলা কা গড়তে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
ইতোমধ্যে ” আমাদের পাইকগাছা ” সহ বেশ কিছু দৃষ্টি নন্দনকাজ করে তিনি সকলের নজর কেড়েছেন। তিনি জুলাই আন্দোলন পরবর্তী পাইকগাছা পৌরসভার প্রশা সক সহ অতিরিক্ত অনেক প্রতিষ্ঠানের গুরুত্ব পূর্ণদা য়িত্ব পালন করেছেন।
এদিকে উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা কে খুলনা ওয়া সায় সচিব হিসেবে বদলি করায় ৩০ নভেম্বর রোববার বিভিন্ন প্রতি ষ্ঠানথেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এদিন সকালে নিজ কার্যালয়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।।
পরে পৌর ভবনে পৌরসভা, নবলোক পরিষদ ও ঠিকা দারি কল্যাণ সমিতি থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশা সন ও ভূমি প্রশাসন এবং সন্ধ্যায় অফিসার্স ক্লাব মিলনা য়তনে সরকারি কর্মকর্তা দের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজ লে রাব্বী ও থানার ওসি রিয়াদ মাহমুদ, সর কারি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনি ধিরা। বিদায়ী মুহূর্তে এলাকার মানুষেরভালো বাসায় সিক্ত হয়ে রোববার রাতেই তিনি নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে পুরাতন কর্মস্থল ত্যাগ করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মাহেরানাজনীন বলেন বদলি কিংবা এক ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করতে হবে এটাই সরকারি চাকরির সৌন্দর্য।
তবে চাকরি জীবনে পাইকগাছার মানুষের সহযো গিতার কথা সারাজীবন মনে থাকবে এবং এখানকার স্মৃতি স্মর ণীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ওয়া সিউজ্জামান চৌধুরীকে অত্র উপজেলায় ন্যাস্ত করা হয়ে ছে।
Bartabd24.com সব খবর সবার আগে