মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পিয়ারপুর ইউনিয়ন কাজীপুর মৌজার কাজি মপুর গ্রামের মৃত আফজাল মালিথার ছেলে শফিকুল ইসলাম দীর্ঘ ৩১ বছর আদালতে ৯ একর ১৩ পয়েন্ট জমির মামলা চালিয়ে আসছিলেন যার মামলার নং ৪৬৯৪। গত ১৯/০৩/২০২৫ ইং তারিখে রায় পায় ও ১৬/০৪/২০২৫ ইং তারিখে জেলা কুষ্টিয়া, মোকাম দৌল তপুর সহকারী জজ চৌকি আদালতে মোঃ সাইফুল ইসলা ম সিনিয়র সহ জজ মামলার রায় ঘোষণা করেন।
মামলার বাদী মৃত আফজাল মালিথা ১৯৯৭ সালে মৃত্যুর পর বাদীর বড় ছেলে মোঃ রফিকুল ইসলাম মামলাটি পরিচালনা করে আসছিল।
গত ৩১ বছর মামলা চালিয়ে ১৬/০৪/২০২৫ ইং তারিখ মামলার রায় পেয়ে কাজিপুর গ্রাম ও কামালপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গেনিয়ে ২২/১১/২০২৫ ইং তারিখ দখল নেয়। শফিকুল ইসলাম বলেন দীর্ঘ ৩১ বছর ৯ একর ১৩ পয়েন্ট জমির মামলাচালিয়ে গত ১৬/০৪/ ২০২৫ ইং মামলার রায় পেয়েছি ও ৯ একর ১৩ পয়েন্ট জমির মধ্যে ৫ একর ১৬ শতক ৫০ পয়েন্ট এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গগণের সহায় ২২/১১/২০২৫ ইং তারিখ দখল পায়। এই জমির মামলা চালাতে যেয়ে ২০০৪ সালে আমার মেজো ভাইকে সন্ত্রাসী হত্যা করে, তবুও আমি থেমে ছিলাম না সব সময় ভাবতাম সত্যের জয় একদিন হবেই ইনশাআল্লাহ।
আজ তা সত্য হলো। আমি জমি দখল পেয়েও আমাকে সহ আমার ওয়ারিশ গন্দের জীবননাশের হুমকি ধামকি দিয়ে আসছে বিবাদী পক্ষের ফজলু মন্ডল, পিতা: মৃত আবুল মন্ডল।
ফারুক শাহ, পিতা: মৃত খলিল শাহ। রাশেদ সরদার, পিতা: মৃত আফজেল সরদার। সাইদুল , পিতা: মৃত সুভান পরামানিক। এখন আমি সহ আমার ওয়ারিশগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বিবাদী পক্ষগণ।
আমি সাংবাদিকদের মাধ্যমে আইনের ঊর্ধ্বতন কর্মক র্তাগণের কাছে আমার পরিবারের নিরাপত্তা দাবি করছি।
Bartabd24.com সব খবর সবার আগে