Related Articles
স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণসহ ৩ দফা দাবিতে পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে। প্রাথমিক সাধারণ শিক্ষক ঐক্য জোটের পুঠিয়া শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে শিক্ষক ঐক্য জোটের নেতৃবৃন্দরা জানিয়েছেন।
তবে প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি শিক্ষা অফিসারদের তদার কিতে পরীক্ষা নেওয়া হচ্ছে জানাগেছে। প্রাথমিক সাধারণ শিক্ষক ঐক্য জোটের পুঠিয়া শাখার আহবায়ক ও উপ জেলার পীরগাছার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ কারী শিক্ষক আব্দুল হামিদ বিশ্বাস (সবুজ) জানান, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের বিষয়ে গত ১০ নভেম্বর তারিখে অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিবসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্ব তন কর্মকর্তাগণ, ডিজিএফআই ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণের আশ্বাসে অতি দ্রুত সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন করবেন মর্মে সকল শিক্ষক নেতা সহ সাধারণ শিক্ষকদের অবহিত করেছিলেন এবং বিষয়টি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেইজে আপলোড করেঁিলন।
দীর্ঘসময় অতিবাহিত হলেও সহকারী শিক্ষকদের ‘১১তম গ্রেড উন্নীতকরণসহ সহকারী শিক্ষকদের ৩দফা দাবি বাস্তবায়নের বিষয়ে তেমন কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি।
বরং আমাদের ২’শ সহকারী শিক্ষকদের রক্ত ঝরেছে এবং একজন সহকারী শিক্ষক শহিদ হয়েছেন। তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক গত ১ ডিসেম্বর সোমাবার থেকে অদ্যবধি পুঠিয়া উপজেলার কর্মরত সহকরী শিক্ষকগণেরা পরীক্ষা বর্জন কর্মসুচী পালন করে আসছে।
তাদের ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যহত থাকবে বলে এ শিক্ষক কর্মকর্তা জানান। এ বিষয়ে পুঠিয়া উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হোসেন বিষয়টির সত্যতা শিকার করে বলেন, আমারা প্রতিটি বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, বিদ্যালয়ের কর্মচারী, অভিভাবকদের সহযো গিতায় পরীক্ষা কার্যক্রম পরি চালনা করা হচ্ছে। #
Bartabd24.com সব খবর সবার আগে