Breaking News

সারের দাবিতে রণক্ষেত্র : কৃষি কর্মকর্তার দাঁত ভাঙায়, অবশেষ ১২ জনের বিরুদ্ধে মামলা

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ​ঠাকুরগাঁওয়ের উপজেলায় সার বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র উত্তে।জনা ভয়াবহ রূপ নিয়েছে।
 ৪ডিসেম্বর  লেহেম্বা ইউনিয়নের  উমরাডাঙ্গী বাজারে  উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. আকতারুল ইসলাম (৪৭) একদল ক্ষুব্ধ মানুষের হামলার শিকার হন।
হামলায় তাঁর নিচের পাটির দুটি দাঁত ভেঙে যায় এবং মাথায় ইটের আঘাতে গুরুতর জখম হন তিনি। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জা রি বিভাগে চিকিৎসাধীন।
অবশেষে সেই হামলার জবাব দিলেন ভুক্তভোগী কৃষি কর্মকর্তা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকেই তিনি সরকারি কাজে বাধা, মারধর ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর রাণী শংকৈল উপজেলার উমরাডাঙ্গী বাজারে বিসিআইসি সার ট্রেডার্সের বিক্রয়কেন্দ্রে কার্ডধারী কৃষকদের মধ্যে সার বিতরণ চলছিল।
তবে চাহিদা অনুযায়ী সারের সরবরাহ কম থাকায় এলা কাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।
পরিস্থিতি শান্ত করতে বিকাল সাড়ে ৪টার দিকে উপস হকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম ও তাঁর সহকর্মী চিত্র মোহন রায় বাজারে পৌঁছান।
কিন্তু সন্ধ্যা ৫টা ১৫ মিনিটের দিকে কিছু লোক তাঁদের ওপর চড়াও হয়।
এজাহারে বলা হয়, ১নং আসামি মো. রুবেল (৩৫) আক তারুল ইসলামের মুখে আঘাত করলে তাঁর নিচের পাটির দুটি দাঁত ভেঙে যায় এবং উপরের পাটির আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়।
এরপর ৫নং আসামি মো. লুৎফর রহমান (৩০) ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। অন্য আসামিরাও কিল-ঘুষি মেরে তাঁকে রক্তাক্ত করেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
​বৃহস্পতিবার( ৪ডিসেম্বর ) আহত আকতারুল ইসলাম ইসলাম বাদী হয়ে ৮ জন নামীয় এবং ১০–১২ জন অ জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মামলা  দায়ের করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এই ঘটনা কে ‘পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন।
​মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসেম আলী জানি য়েছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। “তারা প্রকৃত কৃষক কিনা সেটিও তদন্ত করা হচ্ছে,” বলে তিনি জানান।
সার বিতরণ বন্ধ, বিপাকে কৃষক : এই হামলার ঘটনার পর চলতি রবি মৌসুমে ঠাকুরগাঁওয়ের উপজেলার লে হেম্বা ইউনিয়নে কৃষকের মাঝে সার বিতরণ বন্ধ রয়েছে।
ভুক্তভোগী কৃষকরা এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ছেন।
​উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, ঘটনার পর এলাকায় সার বিতরণ বন্ধ আছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কৃষি অফিসের সঙ্গে বসার কথা রয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …