Breaking News

ডুমুরিয়ায় কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত”

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনার ডুমুরিয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর অংশ হিসেবে আয়ো জন করা হয়েছে কৃত্রিম প্রজনন সেবা প্রদান ও ফ্রি ভেটে রিনারি মেডিকেল ক্যাম্প।

রবিবার ৩০‌ নভেম্বার সকাল থেকে দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার প্রান্তিক খামারি ও পশুপালকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন, এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পপি রানী রায় ।উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল, আমজাদ হোসেন, মোফিজুল ইসলাম, বৃন্দা বন, আশরাফুল আলম, লিটন ঢালী ও জুবায়ের সহ প্রানীসম্পদ দপ্তরের টেকনিক্যাল স্টাফবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রান্তিক খামারি ও বিভিন্ন প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা সারাদিন মাঠ পর্যায়ে খামারিদের সাথে থেকে বিভিন্ন সেবা কার্যক্রম তদারকি করেন।

ক্যাম্পে আসা খামারিদের গবাদিপশুর তাৎক্ষণিক রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন।

তিনি খামারিদের গবাদিপশুর সাধারণ রোগ, লাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে সচেতন করে ন এবং দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। খামারিদের সঠিক সময়ে পশুর চিকিৎসা ও ব্যবnস্থাপনা গ্রহণে উৎসাহিত করেন তিনি।

এদিন গবাদিপশুর কৃত্রিম প্রজনন (AI) সেবা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের গাভী নিয়ে এসে বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন।

কৃত্রিম প্রজননের মাধ্যমে রোগমুক্ত, উন্নত জাতের বাছুর জন্ম দেওয়া সম্ভব—যা দুধ ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ মোঃ আশ রাফুল কবির বলেন,.“দেশীয় জাতের উন্নয়ন এবং আধু নিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

কৃত্রিম প্রজনন প্রযুক্তি গ্রামীণ খামারিদের উৎপাদন শীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা মাঠ পর্যায়ে আরও দ্রুত এবং মানসম্মত সেবা পৌঁছে দিতে কাজ করছি।”

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর প্রতিপাদ্য—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিস ম্পদের হবে উন্নতি”এই লক্ষ্য বাস্তবায়নে সারাদেশের মতো ডুমুরিয়াতেও প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন সেবা, সচেত নতা কার্যক্রম এবং মাঠপর্যায়ের উদ্যোগ গ্রহণ কর ছে।

দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও কৃত্রি ম প্রজনন কার্যক্রমে স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা যায়।

স্থানীয়রা জানান, এ ধরনের সেবা ভবিষ্যতেও নিয়মিত হলে তারা আরও উপকৃত হবেন।

 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …