Breaking News

“১১ জন নারী প্রার্থী বিএনপির (ধানের শীষ) প্রতীক পেল”

ঢাকা অফিস:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আস নের মধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে ১১ জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন।

প্রথম দফায় গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালে দা জিয়াসহ ১০ নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়।এরপর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরু ল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করলে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

## ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন—

নাটোর-১: ফারজানা শারমিন

যশোর-২: মোছা. সাবিরা সুলতানা

ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

শেরপুর-১: সানসিলা জেবরিন

মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা

ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি

ফরিদপুর-২: শামা ওবায়েদ

সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর

ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল

মাদারীপুর-১: নাদিরা মিঠু

নারী প্রার্থীদের মধ্যে অনেকেই রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য বহন করছেন। ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল ও আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু দুজনই ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। শামা ওবায়েদের বাবা কেএম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব।

সানজিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজে দুল ইসলাম সুমনের বোন এবং ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক। তাহসিনা রুশদীর লুনার স্বামী এম ইলিয়াস আলী ২০১২ সালে গুম হন।

নবমনোনীত মাদারীপুর-১ প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজ নীতিতে দীর্ঘদিন সক্রিয়।

তিনি শিবচর উপজেলা বিএনপি র সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএন পির সদস্য।

আগে উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে প্রতি দ্বন্দ্বিতা করেছেন তিনি। উল্লেখ্য, এই আসনে ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও এক দিন পর তা স্থগিত করা হয়েছিল।

About admin

Check Also

পলিথিন ও প্লাস্টিক ডুমুরিয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। ডুমুরিয়া সহ সারাদেশে পলিথিন ও প্লাস্টিক মারাত্মক পরিবেশ ও জীববৈচিত্র্যের …