Breaking News

অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে সাতক্ষীরায় ট্রলারসহ ৭জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি।।
বনবিভাগের পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আও তাধীন মান্দারবাড়ী অভয়ারণ্যের এলাকায় অভিযানে চালিয়ে ইঞ্জিন চালিত টলার সহ ৭ জেলেকে আটক করে ছে বনবিভাগ।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে মান্দারবাড়ী বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। এসময় মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। রোববার (৭ ডিসেম্বর) সকালে আটককৃত জেলেদের আদালতে পাঠানো হয়।

আটককৃতরা জেলেরা হলেন, বাগেরহাট জেলার মংলা উপজেলার উলবুনিয়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মহসিন হোসেন শেখ (৪০) ও ইব্রাহিম শেখ (৩০),
মহসিন হোসেনের ছেলে ইয়ামিন মোসাল্লি (১৮), একই এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে মোশারফ শেখ (৪০), মোংলা উপজেলার দক্ষিণ হলদেবুনিয়া গ্রামের
সৈয়দ আলী শেখের ছেলে একরাম শেখ (২৪), চাদপাই গ্রামের মৃত সোনাউল্লাহ ফকির এর ছেলে শওকত আলী ফকির (৫৫) ও আন্ধারিয়া গ্রামের করস ফকিরের ছেলে
সাফারাত ফকির (৪৫)।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মক র্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

আইন অমান্য করে মাছ ধরার অপরাধে জেলেদের আট ক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …