Breaking News
Oplus_0

অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ নারী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ নারী। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে নির্বাচিত ৫ নারী কে বিভিন্ন ক্যাটাগরিতে আনুষ্ঠানিক ভাবে অদম্য নারী সম্মাননা প্রদান করা হবে।

পুরস্কারের জন্য মনোনীত ৫ নারী হচ্ছেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে গোপালপুর গ্রামের মেহেদী হাসান এর সহধর্মিণী নারী উদ্দোক্তা হাবিবা আক্তার রিতি(২২)। নিজ বাড়িতে রঙিন অ্যাকু রিয়াম ফিস ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদন খামার করে একজন সফল নারী উদ্দোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটা গরিতে বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সানার মেয়ে সুজাতা আমিন(২৯)। সুজাতা বর্তমানে সহকারী জজ হিসেবে গোপালগঞ্জ কর্মরতbরয়েছেন।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরিতে কমলাপুর গ্রামের বদরদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন (৩২) ।

দর্জি কাজ এবং ক্ষুদ্র ব্যবসা করে তিনি আর্থিক ভাবে ঘুরে দাড়িয়েছেন। সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রীক ন্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫)। তার ৩ সন্তানের মধ্যে দুই ছেলে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মেয়েটা খুলনা বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করছেন।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে চর লক্ষীখোলা গ্রামের বিপ্লব কান্তি সর কারের সহধর্মিণী তেরেজা গোমেজ (৩৭)। হস্তশিল্পের
কাজ এবং প্রশিক্ষণ দিয়ে তিনি এলাকার নারীদের স্বাবলম্বী করে তুলছেন।

৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে পুরস্কার ও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মশালা রেশমা আক্তার।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …