Related Articles
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ঃ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে যশোরের কেশ বপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দিবসের শুরুতে প্রথমে জাতীয় পতা কা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর-২৫) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন বাস্তবায়নে উপজেলা পরিষদ মিল নায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আ লোচনা সভা ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলাম-এর সভা পতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন, সুশাসনের জন্য নাগরি-সুজনের সভাপতি ও দৈনিক ইন কিলাবের প্রতিনিধি হাজী রুহুল কুদ্দুস, কেশবপুর উপ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, সদস্য সুফিয়া পারভীন শিখা।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রশা সনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতি ষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Bartabd24.com সব খবর সবার আগে