আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা এবং অদম্য চারজন নারীকে জয়ীতা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজি টাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে এবং বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, কারিতাস, ডাসকো ফাউ ন্ডেশন, আলোহা সোস্যাল সার্ভিসেস পত্নীতলার সহযো গিতায় মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য তলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরি বার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম খালিদ সাইফুল্লাহ্, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজে লা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, আলোহা সোস্যাল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মিনা রা বেগম, দি হাঙ্গার প্রজেক্ট’র এলাকা সমন্বয়কারী আছি র উদ্দীন, কারিতাস বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক একরামুল হক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তাদের স্টেকহোল্ডারগণ সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।
এসময় বক্তাগণ বেগম রোকেয়ার আদর্শ অনুস্বরণ করে মা, বোন এবং কন্যাদের জীবনকে সমৃদ্ধ করার তাগিদ দেন। ”নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” শ্লোগানকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করেন।
আলোচনা শেষে উপজেলার অদম্য চারজন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয়ীতা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার যদুবাটি গ্রামের উম্মে হাবীবা, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে কৈবর্ত্তখন্ড গ্রামের সেলিনা আখতার, সফল জননী হিসে বে উপজেলার পাটিআমলাই গ্রামের রেহেনা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য উপজেলার কাশিপুর দ্ত্তপাড়া গ্রামের নাহিদা আক্তার জলিকে সম্মান না হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং উত্তরীয় প্রদান করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে