Breaking News

চৌগাছায় পুকুর খনন ও মাদক মামলায় ৪ জনের কারাদন্ড ও জরিমানা

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ জন কে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহানে র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি ও বেড়গো বিন্দপুর মৌজায় বিনা অনুমতিতে ধানী জমি কেটে পুকুর তৈরি ও ওই মাটি অন্যত্র বিক্রয়ের অপরাধে চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের সাহেব আলীর ছেলে আবুল হোসেন (৩৫) কে ৫ দিনের বিনাশ্রম কারাদ ন্ড দেওয়া হয়।

একই অভিযানে পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের রাহাতুল বিশ্বাসের ছেলে আলী কদর বিশ্বাস (৪৪) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে পুড়াপাড়া এলাকায় পরিচালিত মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদককারবারিকে আটক করা হয়।

তাদের মধ্যে পুড়াপাড়ার কুদরত আলীর ছেলে আমজেদ (৪৫) কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৬৮০ টাকা জরি মানা এবং শার্শা উপজেলার উলাশী গ্রামের শাওন হোসেন (৩৫) কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরি মানা দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাস মিন জাহান বলেন,কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

অবৈধ পুকুর খনন বা মাটি বিক্রি এবং মাদক ব্যবসার মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অপরাধীদের কাউকে ছাড় দেয়া হবে না।

অভিযানকালে তার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …