Breaking News

শৈলকুপায় ছাগল চুরি করতে গিয়ে আটক ২

শৈলকুপা (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ছাগল চুরি করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায়  দুই কিশোরকে আটক করেছে জনতা।
মঙ্গলবার  সকাল ১০টার দিকে উপজে লার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ী গ্রামে ঘটনা টি ঘটেছে।
আটকৃতরা হলেন- ফরিদপুরের কোমরপুর এলাকার ইমরান হোসেন, সে উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে নানা বাড়িতে থাকে। এবং অপরজন ভ্যানচালক একই এলাকা র বাসিন্দা।
‎স্থানীয় জানায়, বড় মৌকুড়ী গ্রামের জিন্নাহ বিশ্বাসের একটি ছাগল বাড়ির সামনে বাঁধা ছিল। পূর্ব পরিকল্প নাকারী  ফরিদপুর জেলার কোমরপুর এলাকার ইমরান হোসেন নামের এক ভ্যানচালক আপন নামের এক জন কে ‘ঘুরতে যাওয়ার’ কথা বলে রাস্তায় বের হয়।।
পরে সুযোগ বুঝে রাস্তার পাশে বাঁধা ছাগলটি ভ্যানে তোলার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে যায় স্থানীয়রা। পরে তাদের হাতেনাতে ধরে ফেলে গণধোলাই দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান ছাগল চুরির পরিকল্পনার কথা স্বীকার করেছে। ‎
পরে খবর পেয়ে কাতলাগাড়ী ক্যা ম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজে দের হেফাজতে নেয়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …