Breaking News

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ৫০ হাজার টাকা জরিমানা 

শার্শা উপজেলা  প্রতিনিধি:
যশোরের শার্শায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে শহিদুল ইসলাম খান বাবলু নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিজামপুর ইউ।নিয়নের বড় বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা ক।রে এ জরিমানা আদায় করা হয়।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এই ভ্রাম্যমাণ আদালত পরি চালনা করেন।
এ বিষয়ে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন,আদালত চলাকালীন সময় অ।
বৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা ও  বিভিন্ন অনি য়ম পরিলক্ষিত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভি যান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …