Breaking News

সাতক্ষীরায় সাবেক এমপি অ্যাড সালাউদ্দিনের নেতৃত্বে ৩০ জনের জামায়াতে যোগদান

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স.ম সালাউদ্দিন তার ৩০অনুসারিকে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৯ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহরের মুন্সি পাড়াস্থ জামায়াতের জেলা অফিস মিলনায়তনে সাত ক্ষীরা-২ আসনের নোমিনী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রে টারী ওখু লনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এর হাতে ফুলের তোড়া দিয়ে এবংপ্রাথামিক সদস্য ফরম পুরন করে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামী তেযোগদান করেন।

জাপা নেতা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স.ম সালাউদ্দিন বলেন, আমি আজ জামায়াত ইসলামীতে যোগদান করলাম। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি
ইসলামী দল। কোরআন এবং সুন্না মোতাবেক এই দল পরিচালিত হয়।

জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কোরআন ও সুন্না মোতাবেক এই দেশ পরিচালিত হবে।

জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে এদেশ দুর্নীতিমুক্ত হবে। চাঁদাবাজী, ঘুষ, দুর্নীতি ও অনিয়ম থাকবে না। দেশের সকল মানুষ ভাই বোন হিসাবে একই পরিবারের মত একাসাথে বসবাস করবে। তবে এসময় তিনি জাতীয় পার্টির নাম উল্লেখ না করে নিজেকে স্বতন্ত্র এমপি হিসাবে উল্লেখ করেন।

 

সাতক্ষীরা-২ আসনের জামায়াত দলীয় নোমিনী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,।অ্যাডভোকেট স.ম সালাউদ্দিন সাহেব একজন যোগ্য ও সাহসী মানুষ। তিনি আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং দুই বারের নির্বাচিত সংসদ।সদস্য ছিলেন।

তার সময় আমাদের দলীয় নেতারা বলতেন, নেতা দেখতে হলে সালাউদ্দিন।সাহেবকে দেখো।

তিনি দলে আগত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কোরআন এবং সুন্নার আলোকে নিজেদের জীবন পরিচা লনার আহবান জানান।

জামায়াত ইসলামীতে যোগদানকারি অন্যরা বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী।যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আম রাও এই দলে অংশ নিতে চাই।

যে কারণে আমরা শেষ বয়সে হলেও বুঝতে সক্ষম হয়েছি যে, ইসলামী আন্দোলন করা প্রত্যেক।ব্যক্তির জন্য ফর জ। তাই জামায়াতের সাতক্ষীরা জেলা আফিসে এসে আমরা যোগদান করলাম।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজের সা বেক অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা।জামায়াতের আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মো. ওবায়দুল্লাহ, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম প্রমুখ।

এবিষয়ে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টিও সভাপতি শেখ আজাহার হোসেন জানান,।স.ম সালাউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাতক্ষীরা- ৩ আসন থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হন এবং পরে জাতীয় পর্টিতে যোগদান করেন।

তিনি একসময় জেলা জাপার (এরাশাদ) সভাপতি ছিলে মন। তিনি দল থেকে পদত্যাগ করেননিনআবার বর্তমানে দলের সাথেও নেই।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …