Breaking News

ঠাকুরগাঁওয়ে  ১০০ পিস নি-ষি-দ্ধ ট্যাবলেটসহ একজন আ-টক

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে ১০০ পিস নি-ষিদ্ধ ডেক্সামে-থাসন ট্যা-বলেট এবং একটি মোটরসাইকেলসহ একজনকে আট-ক করা হয়েছে।

বুধবার (১০ডিসেম্বর)ভোর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫০ বিজিবি ঠাকুরগাঁও ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭৭/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ‘বেলতলা’ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা- ইসরাইল হোসেন, গ্রাম- রতনদিঘী, পোস্ট- সমীরনগর, থানা- বালি য়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও—কে আটক করা হয়।

তার কাছ থেকে ১০০ পিস নি-ষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাব লেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত আসামীকে জব্দ করা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির এমন ধারাবাহিক অভিযান সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান ব্যাটালিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Show quoted text

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …