Related Articles
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে ১০০ পিস নি-ষিদ্ধ ডেক্সামে-থাসন ট্যা-বলেট এবং একটি মোটরসাইকেলসহ একজনকে আট-ক করা হয়েছে।
বুধবার (১০ডিসেম্বর)ভোর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫০ বিজিবি ঠাকুরগাঁও ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭৭/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ‘বেলতলা’ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা- ইসরাইল হোসেন, গ্রাম- রতনদিঘী, পোস্ট- সমীরনগর, থানা- বালি য়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও—কে আটক করা হয়।
তার কাছ থেকে ১০০ পিস নি-ষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাব লেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত আসামীকে জব্দ করা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এমন ধারাবাহিক অভিযান সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান ব্যাটালিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Bartabd24.com সব খবর সবার আগে