শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (১১ ডিসেম্বর) খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটর্সোসিং র্কমচারীরা টানা ১৮ মাস ধরে বেতন না পাওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মানব বমন্ধন করেছেন।
বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে
তত্ত্বাবধায়ক র্কাযালয়ের অধীনে র্কমরত ১৪ জন এবং সিভিল র্সাজনের দপ্তরের অধীনে নিয়োজিত আরও ৩২ জনসহ মোট ৪৬ জন আউটর্সোসিং র্কমচারী অংশ নেন।
মানববন্ধনে প্রর্দশিত ব্যানারে লেখা ছিল-“১৭ মাস বেতন নাই! পারিশ্রমিক চাই, ভিক্ষা নয়”, “হাইর্কোটের র্নিদেশ উপেক্ষা কেন?”, “খুলনা ২৫০ শয্যামহাসপাতাল-জবাব চাই।”
মানববন্ধনে বক্তারা জানান, চলতি ডিসেম্বরসহ প্রায় দেড় বছর ধরে তারা বেতন পাচ্ছেন না। বেতন বিষয়ে এক অ ফিস আরেক অফিসের ওপর দায় চাপাচ্ছে।
র্কমচারীদের অভিযোগ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গাজী রফিকুল ইসলাম এবং প্রধানসহকারি কাম হিসা বরক্ষক তরিকুল ইসলাম গত ৬ মাস ধরে ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় কাগজপত্র র্ঊধ্বতন দপ্তরে পাঠাননি।
এর ফলে তাদের বকেয়া বেতন পরিশোধের প্রক্রিয়া থম কে আছে।
র্কমচারীরা অভিযোগ করে আরও বলেন, ২০২৫ সালের আউটর্সোসিং নীতিমালাসহ হাইর্কোটের র্নিদেশনা উপেক্ষা করে হাসপাতাল র্কতৃপক্ষ নতুন করে ১০৭ জন নিয়োগের উদ্দেশ্যে টেন্ডার ডাকার ষড়যন্ত্র করছে।
এমনকি কোনও টেন্ডার ছাড়াই গোপনে ৭ জনকে কাজে নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। অথচ র্অথ মন্ত্রণাল য়ের র্নিদেশনা অনুযায়ী পুরনো র্কমীদের বাদ না দেওয়ার কথা স্পষ্টভাবে বলা আছে।
গত ৭-৮ বছর ধরে অনেক র্কমচারী এ হাসপাতালে সেবা দিয়ে আসছেন জানিয়ে তারা বলেন, হঠা করেষড়যন্ত্র মূলকভাবে তাদের চাকরিচ্যুত করার চেষ্টা চলছে। বেতন না পেয়ে র্কমচারীদের পরিবার-পরিজনকে নিয়ে তারা মানবিক সংকটে পড়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো: মামুন হোসেন, মো: আব্দুর রহিম,শাহনাজ, র্মুশীদা, ছত্তার, মাছুম, কাদের, শা হীন, সেতু, এরাশাদ, রাজেশ, দেবাশীষ, আলম,মসাধমন, দিপংকর, পরিমল, নিপা, আব্দুল হালিম খাঁ, আশিক, ফারুক, জসিমসহ হাসপাতালে নিয়োজিত আউটর্সোসিং র্কমচারীরা।
Bartabd24.com সব খবর সবার আগে