Related Articles
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ঝিনাইদহের শৈলকূপার শেখপাড়া মেলার মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ১ নং ত্রিবেণী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝিনা ইদহ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়ন্ত কুমার কুণ্ড।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি উপদেষ্টা মন্ডলী সদস্য মনিরুল ইসলাম হিটু, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান জেলা বিএন পির মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া মিলন, ফুলহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোজাম হোসেন, ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাম রুজ্জামান টিক্কা স্বেচ্ছাসেবক দলের নেতা মুকুল হোসেন সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপ স্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
Bartabd24.com সব খবর সবার আগে