Breaking News

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আচরণ বিধি মেনে  ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছেন জামায়াত

রহমত আরিফ ঠাকুরগাঁওঃ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের আচর ণবিধি মেনে সকল প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন অপ সারণ শুরু করেছেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে তার নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন সরিয়ে ফে লার কার্যক্রমে অংশ নেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বিশেষ করে পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরসহ গুরু ত্বপূর্ণ সড়কজুড়ে ব্যানার ও প্যানাফ্লেক্স অপসারণে তারা সক্রিয় ভূমিকা নেন।

এ বিষয়ে দেলাওয়ার হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যেই আমাদের সব ব্যা নার-ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে।

আমরা নির্বাচনী তফসিলকে স্বাগত জানাই এবং আশা করি সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি কঠো রভাবে অনুসরণ করাই আমাদের অঙ্গীকার।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, রাজ শাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সুজ ন চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এমন উদ্যোগকে স্থানীয়রা দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …