Breaking News

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট  প্রেসক্লাব নির্বাচন ২০২৬ উপলক্ষে
শনিবার ( ১৩ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই শেষে ১৪টি পদের বিপরিতে ১৬টি মনোনয়ন পত্র চুড়ান্ত ।
নির্বাচন কমিশনার  মোঃ কামরুজ্জামান জানান, শনিবার পর্যন্ত ১৪টি পদের বিপরিতে ১৬জন মনোনয়ন পত্র যাচাই বাছাই করে চুড়ান্ত করা হয়েছে। এরা হলেন সভাপতি পদে আবু সাঈদ শুনু  এম হেদায়েত হোসাইন লিটন ও মোয়াজ্জেম হোসেন মজনু,  সহ সভাপতি পদে শুধুমাত্র এস এম রাজ ও সাধারন সম্পাদক পদে এম হেদায়েত হোসাইন লিটন ও আল আমিন খান সুমন,সহ সাধারন সম্পাদক শুধুমাত্র মোঃ ইয়ামিন আলী, অর্থ সম্পাদক পদে শুধুমাত্র আমিরুল আলম বাবু, দপ্তর সম্পাদক পদে শুধুমাত্র এস এম শামসুর রহমান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শুধুমাত্র এস এস সোহান, ক্রীড়া সম্পাদক পদে শুধু মাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম আকিঞ্জি।
এদিকে, ৬টি নির্বাহী সদস্য পদের বিপরিতে ৬টি মনো নয়ন পত্র জমা প্রদান করেছে। এরা হলো, মোল্লা আব্দুর রব, এম আলী আকবর টুটুল, মোল্লা মাসুদুল হক, তরফ দার রবিউল ইসলাম, সোহেল রানা,সৈয়দ শওকত হো সেন।
আগামী ৩১ ডিসেম্বর ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে বলে নির্বাচন কামিশনার জানান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …