মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আস নের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে রাজনৈতিক দলগুলো।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নও জোয়ান মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম (ভিপি রানা), জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজাসহ
অন্যান্যরা বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, গত কয়েকদিন আগে চট্টগ্রামে আমাদের দলের একজন প্রার্থীর উপর হামলা করা হয়ে ছে।
গতকালকে ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী হাদির উপর গুলিবর্ষণ হয়েছে। আমরা এসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন।
দেশে ফ্যাসিষ্টের দোশররা এখনো রয়ে গেছে। যারা আ গামী নির্বাচনকে বানচালের জন্য বিভিন্ন ধরনের পরি কল্পনা করছে। আমরা সরকারকে হুশিয়ারি করে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনায় জড়িতদের যেনো আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা
করা হয়।
এদিকে বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে হাদির উপর হামলার বিচার চেয়ে ঘন্ট্যা ব্যাপি বিক্ষোভ সমাবেশে.করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আমার দেশ (এবি) পার্টি নওগাঁ জেলা শাখার নেতাকর্মীরা।
এসময় এনসিপি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব খন্দ কার তারিকুল ইসলাম দিপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, এবি পার্টি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
Bartabd24.com সব খবর সবার আগে