Breaking News
0-0x0-1-0-{}-0-0#

ওসমান হাদিকে গুলি: শাস্তির দাবিতে মোংলায় এনসিপির বিক্ষোভ ও মশাল মিছিল

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট):
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোংলা উপজেলা কমিটি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোংলা পৌরসভা কার্যালয় থেকে বিক্ষোভ ও মশাল মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুন রায় পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে বিভিন্ন স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা এনসিপির প্রতি নিধি মো. আবু হাসান, মোংলা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম মৃধা, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ মেরিন ও যুবশক্তির নেতা রিপন হালদার।
বক্তারা বলেন, একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈ তিক প্রতিপক্ষকে দমন করতে গুলি চালানো চরম নৈরা জ্যের বহিঃপ্রকাশ। ওসমান হাদির ওপর হামলা শুধু এক জন ব্যক্তির ওপর নয়, বরং এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সুষ্ঠু রাজনীতির ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির কারণেই এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।
অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। প্রশাসনের নির্লিপ্ততা ও ধীরগতির তদন্ত এই সহিংসতাকে উৎসাহিত করছে বলেও অভিযো গ করেন বক্তারা।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আহত ওসমান হাদির সুচিকিৎসা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, এনসিপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দো লনে বিশ্বাস করে। কিন্তু অন্যায়, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিবাদ গড়ে তুলতে তারা বদ্ধপরিকর।
ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
মিছিলে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থ করা অংশগ্রহণ করেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …