Breaking News

মেস মালিকের লাশ দেখতে এসে নিজেই লাশ হয়ে ফিরলেন কলেজ ছাত্রী তামান্

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মেস মালিকের লাশ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হলেন মেডিকেল কলেজে ভর্তি চ্ছুক তামান্না খাতুন (২০) ।

বরিবার ( ১৪ ডিসেম্বর) বেলা ১২টার সময় এ দূর্ঘটনা ঘটে। তামান্না ঝিনাইদহের কোটচাঁদপুর।উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের কন্যা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তামান্না সরকারী কেসি কলেজে পড়ার সময়। ঝিনাইদহ উপশহর পাড়ার আব্দুল মতলেব নামে এক বাসা মালিকের মেসে থাকতেন।

রবিবার সকালে ্ওই মেস মালিকের মৃত্যু সংবাদ শুনে তামান্না তার বাবার সাথে।তাকে দেখতে আসেন। লাশ দেখে ফেরার পথে শহরের পাগলা কানাই এলাকায় পার হওয়ার।সময় তার গলার উড়না মোটর সাইকেলের চাঁ কায় পেচিয়ে তামান্না রাস্তায় পড়ে।

যায়, এসময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে সাথে সাথে তার মৃত্যু ঘটে।

পরে তামান্নাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত।চিকিৎসক তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

তামান্না এবছর এইচএসসি পাশ।করে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছে। মেধাবী এই ছাত্রীর মৃত্যু সংবাদ শুনার।সাথে সাথে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …