Breaking News

শরীফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল

 

চৌগাছা, (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে চৌগাছায় বিএনপির বিক্ষো ভ মিছিল অনুষ্ঠিত।

আজ রবিবার (১৪ই ডিসেম্বর) বিকালে চৌগাছায় উপ জেলা বিএনপির উদ্যোগে শহরের লাইট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

এ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বর এসে শেষ হয় ।

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চে র মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চৌগাছায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন চৌগাছায় উপজেলা বিএন পির সভাপতি এম এ সালাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, হাকিমপুর ইউনি য়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান।

পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আও।লিয়ার, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর শাহি দুল ইসলাম, যুবদল আহবায়ক এম এ মান্নান, তরিকুল ইসলাম ডবলু সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগানে চৌগাছা শহর মুখরিত হয়ে ওঠে।

মিছিলকারীরা দাবি করেন, ওসমান হাদির ওপর এই গুলিবর্ষণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি গভীর ষড়যন্ত্র।

এ সময়  বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, যুগে যুগে যারা গণতন্ত্র ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, তারাই এ ধরনের হামলার সঙ্গে জড়িত।

ওসমান হাদির ওপর গুলিবর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …