Breaking News

কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরিক্ষা ২০২৫ সম্পন্ন

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠিত সোমবার শেষ দিনে সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল পরিক্ষা কেন্দ্রে উপজেলার ১৯টি বিদ্যালয়ের ৭৮৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে।

পরিক্ষা কেন্দ্র সচিবের দ্বায়িত্বে ছিলেন সরকারী ভ’ষনস্কু লের সহকারী প্রধান শিক্ষক মাওঃ রহুল আমিন।

সহকারী কেন্দ্র সচিব ও কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের কালীগঞ্জ উপজেলার শাখার সহ-সভাপতি ভূষন শিশু একাডেমির অধ্যক্ষ হামিদুর রহমান জানান, এ উপজেলার কিন্ডার গার্ডেন এর আওতাধিন ১৯ টি বিদ্যা লয়ের ছাত্রছাত্রীদের বৃত্তি পরিক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের কালীগঞ্জ উপজেলার শাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন, এবারে বৃত্তি পরিক্ষায় প্লে গ্রæপ থেকে পঞ্চম শ্রেনী র মোট ৭৮৩ জন পরিক্ষার্থী অংশ নেয়।

বাংলা ও ইংরেজি এবং গনিত ও বিজ্ঞান মিলে মোট দুইটি সাবজেক্টের উপর পরিক্ষা নেওয়া হয়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …