Breaking News

নওগাঁ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

নওগাঁ জেলা প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তো লন করেছেন দলটির নেতারা।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যভলয় থেকে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম গোল্ডেন মনোনয়ন ফরমটি উত্তোলন করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ জে লা ড্যাবের সভাপতি ডা: ইসকেন্দার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ, জেলা যুব দলের সাবেক সভাপতি ভারপ্রাপ্ত) দেওয়ান ফারুক, জে লা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি তৌফিকুর রহমান বাবু, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, এপপি সাব্বির আহম্মেদ, নওগাঁ পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন
ইসলাম।

নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী
সাজা বলেন, বাংলাদেশের ইতিহাসে আজকে একটি ঐতিহাসিক দিন।

আজকে আমাদের বিজয়ের দিন। বিজয়ের এই ঐতিহা সিক দিনে আমরা আমাদের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করলাম।

আমরা বিএনপির নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে নওগাঁ-৫ (সদর) আসনটিতে আমাদের প্রার্থীকে বিজয়ী করে এই আসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আমাদের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …

One comment

  1. নওগাঁ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে
    মনোনয়ন ফরম উত্তোলন