Breaking News

চৌগাছায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

চৌগাছা প্রতিনিধি:
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিনটি উপ লক্ষে যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে ছে।

আজ মঙ্গলবার সকাল ১০-৩০ ঘটিকায় চৌগাছা উপজে লা প্রশাসনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকা রী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা কৃষি অফি সার মোসোব্বির হুসাইন, থানার তদন্ত কর্মকর্তা নুরুল আমীন সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ওয়াজেদুর রহমান, সাবেক কমান্ডার রুহুল আলামিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতি হাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফি সার মেহেদী হাসান। এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …