রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষদের সেবা নি শ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবির আয়োজনে ও ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের সার্বিক তত্ত্বা বধানে উপজেলার “বাঙ্গালী সরকার মঈনউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতব স্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁ ও বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ সুরুজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও ৫০ বিজি বি’র অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।
বক্তব্য শেষে ৫০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের চি কিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।