Breaking News

শৈলকুপায়১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী আটক

শৈলকুপা (, ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের শৈলকুপায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিশুক হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানাসুত্রে জানা গেছে , মঙ্গলবার দিবাগত রাতে  শৈলকূ পা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার  শহীদনগর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মিশুক কে ১৮পিচ ইয়াবা ট্যাবলেট আটক করে পুলিশ।
আটক মাদক কার বারী মিশুক হোসেন শৈলকুপা পৌর সভার মধ্যপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সকা লে ঝিনাইদহ আদালেত প্রেরণ করা হবে বলে পুলিশ জা নায়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির মোল্লা জানান, ইয়াবা ট্যাবলেট সহ মিশুক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে নিয়মিত মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা  হয়েছে ।
তিনি আরো জানান মাদক বিরোধী অভিযান চলমান থাক বে। ছোট হোক বা বড়, কোন মাদক কারবারীর ছাড় নেই। মাদকসেবী ও ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে তথ্য দাতার পরিচয় গোপন রাখা র নিশ্চয়তা দেন ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …