রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা ইউনিয়নে দিনমুজুরির পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন জামিলা নামে এক নারী শ্রমিক। ঘটনাটি ঘটেছে বইগন্ডপুরের ৬ নং ওয়ার্ডে।
জানা যায়, জমিলা কয়েকদিন ধরে ওই স্থানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন।
কাজ শেষে মজুরি ১২০০শ টাকা চাইতে গেলে মালিকের বাসার বউের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াছিন(২৭) ও সিদ্দিক(২৫) জমিলাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
এ বিষয়ে মুঠো ফনে ইয়াছিনের সাথে কথা বললে তিনি বিষয়টি এরিয়ে যান বলেন আপনাকে পাঁচ মিনিট পর ফন দিচ্ছি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শস্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎ সাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মরি য়ম দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উল্লেখ যে এর আগে ইয়াছি,সিদ্দিক এর পিতাঃ সাহেব সব সময়ে জমিলাকে মারধর করতো টাকা চাইতে গেলে। তার করে আওয়ামী লীগ।
Bartabd24.com সব খবর সবার আগে