Related Articles
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দায় রাস্তার কার্পে টিং কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে।এনিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
উপজেলার সদর ইউনিয়নের (ইউপি) চকমনশব গ্রামের ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তা হতে দাওয়াইল মধ্যপাড়া মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন করেন কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কার্পেটিং করার ৫ দিন না যেতেই রাস্তার বেশ কিছু স্থানে ভ্যান, ভটভটি বা পায়ে হেঁটে গেলেই উঠে যাচ্ছে কার্পেটিং।
এমন দৃশ্য দেখে পথচারীরা হতবাক। কার্পেটিং উঠে যাও য়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে দেখা যায় সদ্য নির্মিত রাস্তার কার্পেটিং এর বেহাল দশা।
স্থানীয় দুলু, জাহাঙ্গীর, পারভীন, রেজাউল অভিযোগ করে বলেন, কাজ দেখভালের দায়িত্বে থাকা মান্দা উপজেলা (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নজরুল, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সখ্যতা করে পাথর কম, নিম্নমানের তর ল বিটুমিন ও ঠান্ডা মিক্সিং দিয়ে লোক দেখানো কাজ করানোর কারনে কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পে টিং।
উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে স্বীকার করে বলেন, কিছু মাল ঠান্ডা ছিল তাই উঠে যাচ্ছে, নিউজ করার দরকার নেই আপনাদের বিষয়টা দেখছি বলে তিনি এড়িয়ে যান।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জিইডি) মান্দা উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে বেশ কিছু জায়গায় কার্পেটিং উঠে যাওয়ার সত্যতা পাও য়া গিয়েছে।
এগুলো ঠিক করে নেওয়া হবে। এ ঘটনায় কাজ বাস্ত বায়নকারী ঠিকাদার ওয়াহেদুল নবী বলেন, কাজ খারাপ হয়ে থাকলে ঠিক করে দেওয়া হবে। আপনারা সাইডে গেছেন আপনাদের কিছু খরচাপাতি লাগলে বলেন দেও ভাই য়া হবে। আর যদি আপনারা নিউজ করেন তাহলে আমি প্রতিবাদ দিব।#
Bartabd24.com সব খবর সবার আগে