Breaking News

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড 

শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতা :
ঝিনাইদহহের শৈলকুপা ভ্রাম্যমাণ আদালতে এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়ে ছে।
বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমান।
দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী কাজল বিশ্বাস (৪২) উপজেলার ফুলহরি ইউনিয়নের পুটিমারী দক্ষিণপাড়া গ্রামের মতি য়ার রহমানের ছেলে।
জানা গেছে, শৈলকুপার ফুলহরি ইউনিয়নের পুটিমারি গ্রামে  ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময়  কাজল বিশ্বাসকে ১০০ গ্রাম গাঁজাসহ দুপুর ১২ টার দিকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা আদায় করে।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক অপুর্ব বিশ্বাস মাদক বিরোধী অভিযান নেতৃত্ব দেন বলে জানা গেছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …