Breaking News

ওসমান হাদি চিরনিদ্রায়!! দেশজুড়ে শোক

ডেস্ক নিউজ:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনা রেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. আহাদ ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধা নীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকে লে করে আসা সাবেক ছাত্রলীগের দুই সন্ত্রাসী একজন চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে আজ শরীফ ওসমান হাদী চলে গেলেন না ফেরার দেশে।

About admin

Check Also

লক্ষ্মীপুরের কমলনগরে আরইএলআই প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস  এম শফিকুল ইসলাম,লক্ষ্মীপুরঃ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন …