Breaking News

পরীক্ষায় উপযুক্ত নয় বলাতে কালীগঞ্জে শিক্ষার্থীর পিতা কর্তৃক শিক্ষকের হাতুড়ি পেটা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার শোয়াইবনগর কামিল মাদ্রাসার এক সহকারী শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর পিতার বিরুদ্ধে।
আহত শিক্ষকের নাম হাবিবুর রহমান। তিনি শোয়াইব নগর কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অভিযুক্ত ব্যক্তির নাম শাহাজান, তিনি কালীগঞ্জ উপজে লার আড়পাড়া এলাকার বাসিন্দা। তার ছেলে সিয়াম হাসান ওই মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
মাদ্রাসা সূত্রে জানা যায়, শিক্ষার্থী সিয়াম হাসান গত ১১ মাসে মাত্র ২৫ দিন ক্লাসে উপস্থিত ছিল। এ কারণে তাকে পরীক্ষার উপযুক্ত নয় বলে জানানো হলে বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার পিতা শাহাজান।
শনিবার বিকেলে মাদ্রাসার সামনে শিক্ষক হাবিবুর রহমা নের পথরোধ করে তাকে হাতুড়ি দিয়ে আঘাতসহ মারধর করেন শাহাজান।
এ ঘটনাকে কেন্দ্র করে এর আগেও অভিযুক্ত শাহাজান সহকারী শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ করেন। পরে থানা পুলিশ উভয় পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি মীমাংসার চেষ্টা করে।
তদন্তে শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়। তবে অভিযুক্ত শাহাজান কোনো সমঝো তায় রাজি না হয়ে শিক্ষককে আদালতে মামলা করার হুমকি দিয়ে থানা এলাকা ত্যাগ করেন।
শোয়াইবনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, সিয়াম নিয়মিত ক্লাস করে না এবং পড়াশোনা র মানও সন্তোষজনক নয়।
একটি শিক্ষার্থী পরীক্ষার উপযুক্ত না হলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া যায় না। বিষয়টি তার পরিবার মেনে নিতে পারেনি। আমরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও তারা রাজি হননি।
আহত সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমি আমার দায়িত্ববোধ থেকেই শিক্ষার্থীর উপস্থিতি ও যোগ্য তার বিষয়টি জানিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে সিয়ামের বাবা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন এবং পরবর্তীতে আমাকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে আঘাত করেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে স ঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পরবর্তীতে অভিযুক্ত শাহজাহানের বাড়িতে অভিযান চালা নো হলেও তাকে সেখানে পাওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছন।  বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষক সমাজ ও সচেতন মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …