Related Articles
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষককে প্রশি ক্ষণ প্রদান শেষে তাদের মধ্যে বিনামূল্যে জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার(২২ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের উপজেলার রাতোর ইউনিয়নের বাংলাগড় কলেজ মাঠে প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ইএসডিও ও বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্প।
প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, রাতোর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মিজানুর রহমান ও ইএসডিও এর অন্যান্য কর্মকর্তারা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তা রিতভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলো চনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গমকে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তারা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি তে কাজ করে যাবেন বলে জানান।
Bartabd24.com সব খবর সবার আগে