Breaking News
0-0x0-1-0-{}-0-0#

রামপাল -মোংলায় বিএনপির কেন্দ্রীয় নেতার গণসংযোগ, জনসমাগমে উত্তাল কাটাখালি মোড়

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীম মোং লা–খুলনা–বাগেরহাট সংযোগ সড়কের কাটাখালি মোড়ে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকাল চারটায় অনুষ্ঠিত এ গণসংযোগে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়।
গণসংযোগকালে শামিমুর রহমান শামীম তার দীর্ঘ রাজ নৈতিক জীবনের সংগ্রামমুখর বাস্তবতার কথা তুলে ধরে ন। তিনি জানান, তার পুরো জীবনটাই কেটেছে আন্দো লন করতে, গুলি খেতে এবং জেল খাটতে।
স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে স ক্রিয় থাকতে গিয়ে তাকে অসংখ্যবার কারাবরণ করতে হয়েছে এবং একাধিকবার গুলিবিদ্ধ হতে হয়েছে।
আওয়ামী লীগ শাসনামলে তার ওপর দমন-পীড়ন ও নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের এমন কোনো জেলখানা নেই যেখানে তাকে নির্যাতন করা হয়নি। জিয়া পরিবারকে রক্ষা করার জন্য তাকে চরম নির্যাতন সহ্য করতে হয়েছে এবং জীবনের নিরাপত্তার কারণে আত্মগোপনে থেকে পালিয়ে পালিয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে।
সে সময় দলের অনেক কেন্দ্রীয় নেতা সামনে আসেননি বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।
বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে যদি সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া হয়, তাহলে তা কো নোভাবেই মেনে নেওয়া হবে না।
অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
গণসংযোগ কর্মসূচিতে বাগেরহাট জেলার প্রতিটি থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ করে রামপাল ও মোংলা থানা বিএনপির নেতাক র্মীদের সরব উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। স্লোগান ও উপস্থিতিতে কাটাখালি মোড় পরিণত হয় জনতার মিলনমেলায়।
কর্মসূচি শেষে কেন্দ্রীয় এই নেতা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …