সাতক্ষীরা প্রতিনিধি।।
এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে সোমবার (২২ ডিসেম্বর) দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হওয়ার
ঘটনায় সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত সীল করে দেওয়া হয়েছে।
সীমান্তের বিভিন্ন পয়েন্টে ব্যপক সংখ্যাক চেকপোষ্ট বসি য়ে ও টহল তৎপরতা।বৃদ্ধির মাধ্যমে কঠোর নিরাপ।ত্তামূ লক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।
ভোমরা স্থলবন্দর।চেকপোস্ট সহ সীমান্ত এলাকায় নজ রদারি বৃদ্ধি করা হয়েছে।
এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোতালেব সিকদার (৪২) খুলনা মহানগরীর।সোনাডাঙ্গা থানার শেখ পাড়া পল্লী মঙ্গ ল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে।
মোতালেব হত্যা প্রচেষ্টাকারী দুর্বৃত্তরা যাতে সীমন্ত পেরিয়ে ওপারে পালিয়ে যেতে না পারে সেজন্য সাতক্ষীরার ভো মরা স্থলবন্দরে বিজিবি চেক পোস্টে চলছে কঠোর নজরদারি ও তল্লাশি।
ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বহিরগমন সকল যাত্রীর পাশা পাশি যাত্রী বহনকারী পরিবহন ও প্রাইভেটকার সব ধর নের যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সাথে সীমান্তের ১৫০ গজের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি কৃষি কাজের জন্য হলেও।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোম রা কোম্পানি কমান্ডার সুবিধার আফজাল হোসেন বলেন, আপাতত আমরা সীমান্তের ১৫০ গাজের ভিতরে কাউকে যেতে দিচ্ছিনা, এমনকি সীমান্ত এলাকায় বসবাসকারী কৃষকদেরকেও সোমবার দুপুরের পর থেকে তাদের জমি তে কৃষি কাজে যেতে দেয়া হচ্ছে না।
এদিকে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২২ি ডসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে খুলনা মহান গরীর সোনাডাংগা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্র্টি (এনসিপি) এর শ্রমিক উইং, খুলনা এর বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোতালেব সিকদার (৪২) দূর থেকে দুর্বৃ ত্তের ছোড়া গুলিতে আহত হন।
সংঘটিত ঘৃন্য অপরাধে জড়িত দুস্কৃতিকারী/অপরাধীকে অনতিবিলম্বে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে সাতক্ষীরা সীমান্ত সীল করে দেওয়ার পাশপাশি সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি বলেন, এনসিপি নেতাকে হত্যা প্রচেষ্টা ঘটনার সাথে জড়িত পলাতক আসামীরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর রিজিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সাতক্ষীরা সহ সীমান্তবর্তী অন্যান্য জেলার সীমান্তে নিচ্ছিদ্র নজরদারী ও পাহারা জোরদার করা হয়েছে।
এ প্রেক্ষিতে যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং
সীমান্তের আশেপাশের এলাকায় ৫৭টি চেকপোষ্ট স্থাপনে র মাধ্যমে দুস্কৃতিকারীকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়ে ছে।
এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ৮৭টি টহল পরিচালনার মাধ্যমে দুস্কৃতিকারী অপরাধীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও বিশেষ প্রচার/
প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রেষণা প্রদান করা হচ্ছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ওই বিজিবি কর্মকর্তা।
Bartabd24.com সব খবর সবার আগে