Breaking News

নওগাঁ-৬ আসন থেকে মনোনয়নপত্র নিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএন পির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।

সোমবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা
প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে মনো নয়ন ফরম সংগ্রহ করেন আলমগীর কবির।

আত্রাই ও রাণীনগর বাঁচানোর আহ্বান জানিয়ে মনো নয়নপত্র সংগ্রহ শেষে আলমগীর কবির সাংবাদিকদের বলেন, কালো টাকাকে মোকাবেলা করার জন্য নির্বাচনে এসেছি।

আত্রাই ও রানীনগরের মানুষ কালো টাকাকে ঘৃণা করে। টাকার নির্বাচন অন্যায় নির্বাচন। এখানে জনমতের কোন প্রতিফলন ঘটে না। যারা টাকার ঝনঝনানি দেখাচ্ছে জনগণকে সাথে নিয়ে তাদেরকে মোকাবেলা করব।
রাজনীতিতে যারা সততা ও দেশপ্রেম দেখাতে পারবে না তাদের রাজনীতি থেকে চলে যাওয়া উচিত। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করায় আমার প্রধান লক্ষ্য।

আত্রাই রানীনগরের মানুষ আমাকে চায় দেখেই নির্বাচনে এসেছি। তিনি আরও বলেন, সংস্কার, রাষ্ট্র মেরামত, দেশে
গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছিলো জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য।

সেটিকে সামনে রেখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে কালো টাকার কোন প্রভাব থাকবে না, সন্ত্রাস থাকবে না, জনগণ অবাধ এবং সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটিই আমাদের স্বপ্ন ও আকা ঙ্খা। সেই আকাঙ্ক্ষা সফল করা সরকারের দায়িত্ব।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনো য়ার হোসেন বুলু, বিএনপি নেতা নজরুল মাস্টার, এ্যাড ভোকেট আবু বেলাল হোসেন জুয়েল, জয়নাল আবে দীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলমগীর কবির চারদলীয় জোট সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন টিতে দলটি আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ
রেজাউল ইসলাম রেজুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …