Breaking News

বাগেরহাটের তিন আসনে মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসন থেকে মনোনয়ন ফর ম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তি যোদ্ধা এম এ এইচ সেলিম।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশা সক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বড় ছেলে মেহেদী
হাসান প্রিন্স।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোত্তালেব হোসেন। তিনি বলেন , এম এ এইচ সেলিমের পক্ষে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লা হাট-চিতলমারী), বাগেরহাট-২ (সদর-কচুয়া) ও বাগের হাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, সিলভার লাইন গ্রুপের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা। নব্বইয়ের দশকের শেষভাগে তিনি বাগেরহাটের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও প্রভাব শালী নেতা শেখ হেলাল উদ্দিনকে পরাজিত করে বা গেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়েই মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাঁধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা ও অবকাঠামোগত প্রতিষ্ঠান গড়ে ওঠায় ব্যাপক অবদান রাখেন।
বিএনপি ক্ষমতা হারানোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদ ত্যাগ করেন। এরপর দীর্ঘদিন রাজনৈতিক প্রতিকূলতা ও আওয়ামী লীগের রোষানলে পড়ে রাজনীতির বাইরে ছিলেন। দীর্ঘ বিরতির পর তাঁর রাজনীতিতে প্রত্যাবর্তনের ঘোষণায় বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চ ল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। তাঁর ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন বিভি ন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে এম এ এইচ সেলিম বলেন,বাগেরহাটের জন গণের প্রতি আমার দায়বদ্ধতা অপরিসীম। আমার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অঞ্চলে শিল্পায়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আধুনি কায়নে কাজ করতে চাই। আমি রাজনীতিকে জনগণের সেবা করার মাধ্যম হিসেবেই দেখি।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানী য় অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি সুদূরপ্রসারী অর্থ নৈতিক রূপরেখা প্রণয়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
এ বিষয়ে তাঁর বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স বলেন ,আ মরা বাবার পক্ষ থেকে বাগেরহাট-১, ২ ও ৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
আমরা চাই মানুষের সেবা করতে। আপনারা সবাই আমা দের জন্য দোয়া করবেন, যাতে জনগণের পাশে থেকে কাজ করতে পারি।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …