Breaking News

বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান কে একপলক দেখতে অপেক্ষায় দেশের অগণিত মানুষ আনন্দে বিমোহিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ ফাসিবাদের জাতাকলে নির্যাতিত নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে ক রহমান ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাব র্তনে সারাদেশে বিএনপির নেতাকর্মী, ব্যাবসায়ী ,কৃষক, শ্রম জীবি,সহ সর্বস্তরের মানুষ খুশিতে বিমোহিত হয়েছেন।

এতে সারাদেশের ন্যায় পশ্চিম বগুড়ার আশেপাশের জেলা, উপজেলার সবশ্রেনী পেশার মানুষের মাঝে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে।

বিশেষ করে তারেক রহমান বগুড়ার সন্তান হওয়ার পশ্চি ম বগুড়ার আদমদিঘি-দুপচাঁচিয়া এলাকাসহ পার্শ্ববর্তী নওগাঁ, নাটোর, জয়পুরহাট জেলাসহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ও আনন্দ ঘন পরিবেশ তৈরী হয়েছে।

সর্বস্তরের মানুষের মাঝে তারেক রহমান দেশে ফেরাতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে দেশের কোটি কোটি মানুষ। শহর বন্দর থেকে শুরু করে গ্রামঅঞ্চল এবং রাজপথের রাজনৈতিক মাঠে চলছে আলোচনা।

তারেক রহমান, দেশে আসছে এবং আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন দেশের সকল সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই নিশ্চিত মনে করে আলোচনা চলছে হাটে- বাজার চায়ের দোকান ও সবখান নিতে।

২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে ইতিহাস রচনা করতে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরমধ্যে সবচেয়ে বড় প্রাধান্য দেওয়া হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে। দলীয় সূত্র বলেছে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষ্য নয় কোটি মানুষের উপস্থিতি
ছেড়ে যাবে।

এদিনটিতে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ইতিহাসের পাতায় লেখা পরবে। প্রিয় নেতার আসার খবরে একপলক দেখতে অধির অপেক্ষা করছে এক কোটির বেশি মানুষ।

ইতিমধ্যেই তারেক রহমানকে দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেশের সবজেলা,উপজেলা সহ অত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও ট্রেন, বাস, লঞ্চ ট্রাক ভাড়া করে ঢাকার পথে যাচ্ছে।

সান্তাহার রেলওয়ে সূত্রে জানাযায়,তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা পর দিন থেকে ট্রেনের টিকিট শেষ হয়ে গাছে। ফলে বিকল্প যানবাহন ভাড়া করে ঢাকার পথে ছুটছে মানুষ।

এছাড়ও বগুড়া ও নওগাঁ জেলা বিএনপির নেতারা জানান, যানবাহন সংকট হলে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হবে।

বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীর প্রতি ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলা, জেল,জুলুম এবং শত নির্যাতনেরর পরেও দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে দেশকে একটি উন্নয়নশীল দেশে রূপা ন্তরিত করে একটি উন্নত দেশ হিসাবে বিশ্বের সর্বোত্তম দেশগুলোর কাছে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন চিন্তা-চেতনা বুকে ধারন করে শত নির্যাতনের শিকারের পরও প্রতিশোধ, হিংসা বিদ্বেষ ভুলে আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে কাজ করছেন এবং বিএন পি নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়েছপন তারেক রহমান।

ফলে তারেক রহমানের দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা চেতনা সর্বশ্রেণী পেশার মানুষের কাছে দেশের এক মাত্র গ্রহণযোগ্য নেতা হিসেবে নিজেকে অপরিহার্য করে তুলতে সক্ষম হয়েছেন।

ফলে দেশের ইসলামী চেতনা মূল্যবোধের রাজনৈতিক দল সহ দেশের ৬০-থেকে ৭০ ভাগ মানুষের প্রত্যাশা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন।

রহমানের বর্তমান রাজনৈতিক চিন্তা চেতনা শুধু বিএনপি এগিয়ে যায়নি এগিয়ে গাছে দেশ এবং দেশের সর্বস্তরের মানুষ।

বর্তমানে রাষ্ট্র পরিচালনা নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে দেশের মানুষ সেটা উত্তরণের উপায় খুঁজে পেয়েছে তা রেক রহমানের বর্তমান রাজনৈতিক চিন্তা-চেতনা ও ভাবনায়।

তারেক রহমানের এসব চিন্তা-চেতনার বহিঃপ্রকাশে তারেক রহমান শুধু বিএনপির নেতা নেতাই নন। তিনি এখন জাতীয় নেতায় পরিণত হয়েছেন।

ফলে এই জাতীয় নেতার দেশে প্রত্যাবর্তনে আগামী ত্রয়ো দশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রভাব মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচন বিএ নপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে বলে এমন প্রত্যাশা দেশের ৬০ থেকে ৭০ ভাগ মানুষের। #

 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …