ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি আ য়োজনে এই অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেসি ডায়ালগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিং সতা বন্ধে স্থানীয় পর্যায়ে রেফারেল ম্যাকানিজম ও সর কারি- বেসরকারি উদ্যোগ সমন্বয়ের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করার উপর সকল আলোচক আলোচনা করেন এবং প্রত্যেকেই তাদের অবস্থান থেকে করণীয় নির্ধারণ করেন।
ব্র্যাক ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর শিপ্রা বিশ্বাস এর সভা পতিত্বে এডভোকেসি ডায়ালগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক্) মোঃ
সাইফুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা ।
মূল প্রবন্ধ উপস্থাপন ও পরিচালনা করেন জেন্ডার জা স্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানে জার জনাব মালবিকা সরকার চৈতী।
Bartabd24.com সব খবর সবার আগে